কম্পিউটার হার্ডওয়্যার কি ? হার্ডওয়্যার কত প্রকার ও কি কি ? AUTOMATION Software হচ্ছে কম্পিউটারের প্রোগ্রাম । এই কম্পিউটারের হার্ডওয়ার কে কাজে লাগিয়ে সফটওয়্যার প্রোগ্রামগুলো কম্পিউটারে চলে । আপনাদেরকে একটি উদাহরন দিয়ে এ বিষয়টি আরো ভালো করে বুঝিয়ে দিই । আমরা কিন্তু আগে জানলাম হার্ডওয়ারের অংশগুলি কি কি আপনি কি কিবোর্ড ছড়া টাইপিং করতে পারবেন ? আপনি কি মাউস ছাড়া কম্পিউটারের যেকোন জায়গায় ক্লিক করতে পারবেন ? না পারবেন না । তো আজকের আর্টিকেলে আমরা আলোচনা করব হার্ডওয়ার কাকে বলে (hardware kake bole) | হার্ডওয়্যার এর কাজ কি ? কম্পিউটার হার্ডওয়্যার কত প্রকার ও কি কি ইত্যাদি বিষয় । কম্পিউটার হার্ডওয়্যার কি (what is computer hardware in Bengali) কম্পিউটারের যে ভৌত অংশগুলো আমরা দেখতে পাই এবং স্পর্শ করতে পারি তাকে হার্ডওয়্যার বলে । hardware কম্পিউটার একটি ভৌত উপাদান এবং এই উপাদানটি Circuit board, ICs এবং অন্যান্য ইলেকট্রনিক...